UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের নারী আম্পায়ারদের ইতিহাস

ঊষার আলো
ডিসেম্বর ১০, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে ধবলধোলাই হতে হয়েছে বাংলাদেশকে। সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ৩-০ ব্যবধানে। এমন হারের সিরিজেও ইতিহাস গড়েছে বাংলাদেশের নারীরা।

দেশের ক্রিকেটের ইতিহাসে এই সিরিজে প্রথমবার দেখা গেছে নারী আম্পারদের। দেশের মাটিতে এবারই প্রথমবার যেই সিরিজের পুরোটা পরিচালনা করেছেন নারী আম্পায়াররা। আর তাতেই ইতিহাস গড়া হয়েছে বাংলাদেশি নারী আম্পারদের।

সিলেটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা গেছে এমন দৃশ্য। যেই ম্যাচটিতে রেফারি ছিলেন সুপ্রিয়া রানী দাস। আর মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাথিরা জাকের জেসি, রোকেয়া সুলতানা মিশু, ডলি রানি সরকার এবং সুজান রেডফার্ন। দেশের ইতিহাসে ৪ আম্পায়ার ও ১ ম্যাচ রেফারি নারী– এমন ঘটনা এবারই প্রথম।

অবশ্য দেশের আম্পায়াররা যে ম্যাচে ইতিহাস গড়েছেন, সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে বাজেভাবে। আইরিশ নারীদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারে নতুন লজ্জা দেখেছে বাংলাদেশের নারী দল। এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা।

এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতির দল। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হলো এ বছর।

ঊষার আলো-এসএ