UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আভাস

ঊষার আলো
মে ১১, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে। সাথে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার (১১ মে) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাতে বলা হয় রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাসহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সাথে রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পুরো দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

(ঊষার আলো-এফএসপি)