UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আরো ৯ জন করোনা আক্রান্ত

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো নয়জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যুর নতুন রেকর্ড হয়নি।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৬০৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ২৪২ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮৭ শতাংশ।