ঊষার আলো ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনের সময়ে নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন ও রুটিন কাজ করবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধিনে।’
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।
মন্ত্রী জানান, সরকারের অধিনে নির্বাচন হয় না। অন্যান্য দেশে তাই হয়, আমাদের দেশেও তাই হবে। ইংল্যান্ড, আমেরিকা ও ভারত বৃহৎ গণতন্ত্রের দেশ সেখানে হয়, কন্টিনেন্টাল ইউরোপের সবদেশে হয়, জাপানে হয়, অস্ট্রেলিয়াতেও যেভাবে হয়, আমাদের দেশেও একইভাবে হবে নির্বাচন।’
এর আগে, বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নে তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান সম্পাদক ফোরাম।
(ঊষার আলো-আরএম)