UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮ হাজার ৮শ’২২, মৃত্যু ১১৫

usharalodesk
জুন ৩০, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে।
নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৮২২ জনের দেহে। এর আগে, গত ২৮ জুন আট হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছিল। তাই আজ দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মারা যাওয়া ১১৫ জনের মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী ৪৩ জন। ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৩ জন করে, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগের দুজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ১১ জন আর ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছে । এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৪৫০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে আট লাখ ১৬ হাজার ২৫০ জন। এদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৮৬ জনের এবং পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ২৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫.১৩ শতাংশ। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৮২ শতাংশ।

(ঊষার আলো-আরএম)