UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও মৃত্যু ৫২, আক্রান্ত ৭০৭৫

usharalodesk
এপ্রিল ৫, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৭ হাজার ৭৫ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩১৮ জন। সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে ২২৭টি পরীাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীা করা হয় ৩০ হাজার ২৩৯টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৪০ শতাংশ। মোট পরীায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

 

(ঊষার আলো-আরএম)