ঊষার আলো ডেস্ক : গত ২৪ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯৭৬ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৮৬৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। মারা যাওয়া ১০৮ জনের মধ্যে খুলনায় ২৭ , ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১৬, সিলেটে ৩, রংপুরে ১০ ও ময়মনসিংহে ৪ জন রয়েছে। শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। যার ফলে সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা হলো ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। এদিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১.২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৬০ শতাংশ।
(ঊষার আলো-আরএম)