UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু

ঊষার আলো
মার্চ ৭, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: মহামারী করোনায় ২৪ ঘন্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬০৬জন।
রোববার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় করোনায় আরও মৃত্যু হয়েছে ১১ জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬২ জন হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জন হয়েছে। এ দিনে সুস্থ হন ১০৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হন পাঁচ লাখ ৩ হাজার ৩ জন। দেশে করোনাভাইরাসের ১ম সংক্রমণ হয়েছিলো ২০২০ সালের ৮ মার্চ। সেই অনুযায়ী আজ দেশে করোনা শনাক্তের ৩৬৫তম দিন ।

(ঊষার আলো-আরএম)