ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪৫ জন।
সোমবার (৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৭৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪৫ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনে। দেশে করোনাভাইরাসের শনাক্তের ৩৬৬তম দিন আজ।
(ঊষার আলো-আরএম)