UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

koushikkln
অক্টোবর ১২, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৭১৩ জন।

১১ অক্টোবর সকাল ৮টা থেকে ১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৫৪৩ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭০১ জন ও এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ ও এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৬৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ ও করোনায় মৃত্যূর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন ও রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যৃ হয়নি।

(ঊষার আলো-এফএসপি)