ঊষার আলো রিপোট : মহামারি করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫৮ জনে। এ ছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৪৯৭ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৯২ হাজার ৬৯৩ জনে। তবে, মঙ্গলবার দেশে করোনায় ৪০ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে এক হাজার ৬৭৫ জনের দেহে। যা গতদিনের তুলনায় আজ (বুধবার) মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে।
বুধবার (২৬ মে) বিকেলে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। এদিনে করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪ জনের।
(ঊষার আলো-আরএম)