UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু

usharalodesk
জুন ১০, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৮৯ জনে। নতুন করে দেশে করোনা পজিটিভ হয়েছেন আরও দুই হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ২০ হাজার ৩৯৫ জন।বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৫ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৯ হাজার ৬৩০ জন। এদিনে ১৯ হাজার ৮৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.২৫ শতাংশ। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ।

(ঊষার আলো-আরএম)