UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৫৮ জনের প্রাণহানি

usharalodesk
সেপ্টেম্বর ৯, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৮ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৭৯৪ জন।

৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৫৮৮ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হন তিন হাজার ৬১৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের মোট হার ৮ দশমিক ৭৬ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬২ শতাংশ। এবং সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর গড় হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ৮ জন এবং রংপুর বিভাগের ১ জন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

(ঊষার আলো-এফএসপি)