ঊষার আলো রিপোট : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৫ জনে নতুন করে এক হাজার ৯১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সাত লাখ ৬৫ হাজার ৫৯৬ জন। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৭০ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৯৫ হাজার ৩২ জন করোনা রোগী।
(ঊষার আলো-আরএম)