UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় একদিনে আরও ৮৮ জনের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ২, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৩৬২ জন।

১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৪৩৬ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন ও এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের গড় হার ১০ দশমিক ৪০ শতাংশ। এই পর্যন্ত করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ ও সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। করোনায় মৃত‌্যুর গড় হার ১ দশমিক ৭৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩০ জন, খুলনা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৩ জন ও ময়মনসিংহ বিভাগের ৩ জন।

(ঊষার আলো-এফএসপি)