UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু

usharalodesk
আগস্ট ৫, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত‌্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন ২১ হাজার ৯০২ জন।

৪ আগস্ট সকাল ৮টা থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৭৪৪ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন ও এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় কোভিড শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ ও করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮৭ জন, খুলনা বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৬ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, ময়মনসিংহ বিভাগের ১০ জন, সিলেট বিভাগের ২৩ জন ও রংপুর বিভাগের ১৮ জন।

(ঊষার আলো-এফএসপি)