ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এদিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪৭ জন। বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এদিন সুস্থ হয়েছে তিন হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.০২ শতাংশ। মোট পরীায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
(ঊষার আলো-আরএম)