UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : দেশে গত ২৪ঘন্টায় করোনায় আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫.৯০ শতাংশ।

(ঊষার আলো-আরএম)