ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন। এ নিয়ে টানা ৪র্থ দিনের মতো দেশে করোনায় শতাধিক মানুষের মৃত্যুর খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর আগের ৩ দিনে যথাক্রমে ১০২, ১০১ ও ১০১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা হয়েছে সাত লাখ ২৩ হাজার ২২১ জনে। সুস্থ হয়েছে আরও ছয় হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ছয় লাখ ২১ হাজার ৩শ’ জন।
(ঊষার আলো-আরএম)