ঊষার আলো ডেক্স : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের মৃত্যু হয়েছে। এটি ডেঙ্গুতে এ বছরের ১ম মৃত্যু। মৃত ব্যক্তি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরো ২৭ জন। এই নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে ১ জানুয়ারি-২১ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি ৮০৮ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি গিয়েছেন ৬৯৭ জন। আর ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে ১০৬, বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গত সোমবার (২০ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পযন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
(ঊষার আলো-এসএইস)