UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে নতুন ৩টি উপজেলা গঠন

usharalodesk
জুলাই ২৬, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদারীপুরসহ দেশের তিন জেলায় নতুন ৩টি উপজেলা গঠন হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও কক্সবাজারের ঈদগাঁও। এই ৩টি উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা হবে ৪৯৫টি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার(২৬জুলাই) জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ৩টি নতুন উপজেলার সাথে একটি উপজেলার নাম পরিবর্তন, ১টি সিটি করপোরেশন এবং ২টি পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে ১০ জন মন্ত্রী এবং ১২ জন সচিবকে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছিল।

জানা গেছে, কক্সবাজার জেলায় ঈদগাঁও নামে ১টি নতুন উপজেলা গঠন করা হবে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানাকে শান্তিগঞ্জ উপজেলায় উন্নীত করা এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হবে।

(ঊষার আলো-আরএম)