UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস শুরু

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ (১৩ সেপ্টেম্বর) থেকে সারা দেশের এমবিবিএস প্রথম, দ্বিতীয় এবং ৫ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চালু হয়েছে।  এজন্য ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের হলে ওঠার নির্দেশনা দেওয়া হয়।

দেশে করোনা শনাক্তের পর অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মেডিক্যাল শিক্ষার্থীদেরও ক্লাস বন্ধ করে দেওয়া হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়।

ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ক্লাশ শুরুর আগে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান নিশ্চিত করণ ও  ভ্যাকসিন সনদের ফটোকপি স্টুডেন্ট সেকশনে জমা দিতে বলা হয়।

প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়।

(ঊষার আলো-আরএম)