UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাংকিপক্স রোগীদের আইসোলেশনের নির্দেশ

pial
মে ২৩, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে মাংকিপক্স রোগ। এই রোগ প্রতিরোধে দেশে সতর্ক থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সন্দেহজনক ও লক্ষণযুক্ত মাংকিপক্স রোগীদের ঢাকায় আইসোলেশনের ব্যবস্থা করার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ শাখা এবং আইইডিসিআরে তাদের বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মাংকিপক্স রোগী শনাক্ত হয়েছে। মাংকিপক্স নতুন কোনো রোগ নয়, এই রোগকে পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে অ্যান্ডেমিক হিসেবে ধরা হয়। এর আগে শুধুমাত্র পশ্চিম আফ্রিকা বা মধ্য আফ্রিকান দেশগুলোতে ভ্রমণকারীদের বা বাসিন্দাদের মধ্যে শনাক্ত করা হলেও সম্প্রতি আর সে ইতিহাস নেই, ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী এমন ব্যক্তিদের মাঝেওমাংকিপক্স শনাক্ত হয়েছে।

রোগীদের মধ্যে ফুসকুড়ি দেখা গেলে ও সম্প্রতি মাংকিপক্সের নিশ্চিত কেস আছে এমন দেশগুলোতে ভ্রমণ করলে অথবা এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন যাদের একই রকম ফুসকুড়ি দেখা গেছে বা নিশ্চিত মাংকিপক্স রোগী হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের নাম মাংকিপক্সের জন্য সন্দেহজনক রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরো বলা হয়েছে, সন্দেহজনক এবং লক্ষণযুক্ত রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতাল বা সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে তাদের তথ্য পাঠাতে হবে।

একইসাথে মাংকিপক্স প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দর সমূহে আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি রাখা এবং হেলথ স্ক্রিনিং জোরদার করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

(ঊষার আলো-এসএইস)