ঊষার আলো রিপোর্ট : আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।
আজ ১০ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদগুলো উদ্বোধন করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই নির্মাণ প্রকল্পের আওতায় ৫০টি মসজিদের নির্মাণ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের (২০২১) শেষ দিকে আরও ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।
(ঊষার আলো- এম.এইচ)