ঊষার আলো ডেস্ক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান৷
নসরুল হামিদ জানান, মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলের মধ্যে ৭০ শতাংশ ও আগামীকালের (বুধবার) মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে ও বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি, আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে এবং গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিনি জানান, আশা করছি বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরে আসবে। আর কাল দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন, বেশ ক্ষতি হয়েছে। আর অনেক সাব স্টেশনে পানি উঠেছে এবং টাকার হিসাবটা আরও পরে জানানো যাবে।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় দেশের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এছাড়া দেশের বেশির ভাগ জেলায় বেশ রোদ ওঠার খবরও পাওয়া গেছে। গত রাতেই ঘূর্ণিঝড় সিত্রাং তার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি লঘুচাপ আকারে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছে এটি। আর বিকেলের মধ্যেই যা গুরুত্বহীন হয়ে পড়বে।
(ঊষার আলো-এফএসপি)