ঊষার আলো ডেস্ক : আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু সোমবার হুট করেই শোনা যায়, এই সফর যথাসময়ে হচ্ছে না।
মঙ্গলবার(৩ আগস্ট) আবার নতুন খবর এলো, সিরিজটি পিছিয়ে গেছে প্রায় দেড় বছর। আগামী ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরে আসবেন ইংল্যান্ড।
আজ দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে জানানো হয়েছে, ২ দেশের ক্রিকেট বোর্ডের সাথে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
(ঊষার আলো-আরএম)