UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেয়ানায় পুলিশের অভিযান : ২ জুয়াড়ি গ্রেফতার

koushikkln
জুলাই ১৫, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন দেয়ানার ৪নং ওয়ার্ডস্থ’ পাখির মোড়ের হান্নান শেখের বাড়ীর ফাকা জায়গায় পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জুয়া আসরে গত ১৪ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ২ জুয়াড়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
এ ব্যাপারে এসআই তাপস কুমার আর্ঢ্য বাদী হয়ে আটককৃত ২ ব্যক্তিসহ ৩/৪ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে জুয়ার জুয়া আইনের মামলা দায়ের করেন। যাহার নং- ০৮, তাং ১৪-৭-২১ইং।
একাধিক সূত্র জানিয়েছে, পাখির মোড়ের হান্নান শেখের বাড়ীর ফাঁকা জায়গায় পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা পাখি নামের এক মহিলা দীর্ঘদিন এই সংঘবদ্ধ চক্রটির মাধ্যমে জুয়ার এই রমরমা আসর চালিয়ে আসছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এবং বিভিন্ন মহলকে ম্যানেজ করে চলছিল দীর্ঘদিনের এই জুয়ার বোর্ডটি। অভিযান হতে নগদ অর্থ, ৩টি মোবাইল ফোনসহ তাস সহ কয়েকটি মালামাল জব্দ করা হয়েছে।