UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক ঢাকার সম্পাদক শফিকুল ইসলাম মারা গেছেন

pial
জুন ১, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঢাকার সম্পাদক শফিকুল ইসলাম ইউনুস আর নেই। মঙ্গলবার (৩১ মে) বিকেলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শফিকুল ইসলাম ইউনুস তার গ্রামের বাড়ি নেত্রকোণার হিরণপুরে অবস্থানকালে শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।

তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য, দৈনিক ঢাকা এর সম্পাদক। শফিকুল ইসলাম ইউনুসের মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)