ঊষার আলো রিপোর্ট : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা হোলি উৎসব আজ। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামে পরিচিত।
এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকছে। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি গতকাল ২৭ মার্চ শনিবার দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে শুরু হয়েছে, যা আজ ২৮ মার্চ রবিবার রাত ১১টা ৪৮ মিনিটে শেষ হবে। তবে দোল উৎসব সকাল থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করছে।
পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ নগরীর হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এই আয়োজন থাকে চোখে পড়ার মতো। প্রতিবছরের মতো এবারও ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতির কারণে এবার আবির খেলা না করার আহ্বান করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
(ঊষার আলো: এম.এইচ)