UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঊষার আলো
জানুয়ারি ২৫, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে।মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। তিন ঘণ্টা  ফেরি চলাচল বন্ধ থাকার ফেরিঘাটের উভয় পাড়ে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিধান্ত গ্রহণ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়। তিন  ঘণ্টার অধিক সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকার ফেরিঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।

রাজবাড়ী ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে ফেরিঘাটে সেভাবে ভোগান্তি সৃষ্টি হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওযার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

ঊষার আলো-এসএ