UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেফতার

usharalo
মার্চ ৯, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর পাবলা বনিকপাড়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আল আমিন।
এ ঘটনার ভিকটিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি গত ২৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে দৌলতপুর থানাধীন পাবলা দফাদারপাড়া মুকুলভান্ডারের সামনে সংগঠিত হয়েছে। নড়াইল সদরের শেখহাটি গ্রামের মেয়ে (১৬) প্রেমিক হেমায়েত কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। ফোনের প্রেমের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। ধর্ষক হেমায়েত উদ্দিন (২৪) একই গ্রামের আবুল হোসেন ছেলে। হেমায়েত তার চাচাতো ভাই আল আমিনের খালি ঘরে ভালবাসার ফাঁদে ফেলে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ধর্ষক হেমায়েতকে গ্রেফতার করে। মামলাটি তদন্ত করছেন এসআই রবিউল ইসলাম। এ ব্যাপারে ভিকটিমের ভাই বাদী হয়ে গত ১ মার্চ দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ধর্ষণের কাজে সহযোগিতা করার দায়ে ধর্ষক হেমায়েতের চাচাতো ভাই আল আমিনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। যেহেতু তারা ঘটনা সম্পর্কে সব কিছু স্বীকার করেছে এ জন্য রিমান্ডে নেয়ার প্রয়োজন মনে করেননি তদন্তকারী কর্মকর্তা।