UsharAlo logo
সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুলের উদ্যোগে ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প

ঊষার আলো ডেস্ক
মে ২৬, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর দৌলতপুরের মহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার সকাল থেকে আসতে শুরু করেন দৃষ্টি হারাতে বসা মানুষেরা। অর্থের অভাবে সুচিকিৎসা বঞ্চিত তারা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে প্রায় আটশতাধিক রোগীকে চক্ষুচিকিৎসা দেয়া হয় বিনামূল্যে। এরমধ্যে দুইশ’জন রোগী হারাতে বসেছেন দৃষ্টিশক্তি; তাদের চোখের ছানি অপারেশন করাতে হবে। তাৎক্ষনিকভাবেই গতকাল চশমা দেয়া হয়েছে আরও পাঁচশতাধিক রোগীকে। আর এত্তোসব বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে খুলনা-৩ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের কান্ডারী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগেই। পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি হারাতে বসা দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দেবার প্রতিশ্র“তিও দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল।
রবিবার নগরীর দৌলতপুরে হাজী মুহম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে ড্যাব খুলনার ২২জন বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বিনামুল্যের চক্ষুচিকিৎসা সেবা ক্যাম্পে আটশতাধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন। এরমধ্যে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া অন্তত ৫০জন রোগীকে শিরোমনি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়েছে; শিঘ্রীই তাদের অপারেশন করানো হবে। এছাড়া পর্যায়ক্রমে দুইশত রোগীর চোখের অপারেশন করে লেন্স বসিয়ে দেয়া হবে। এছাড়া গতকাল চক্ষুচিকিৎসা ক্যাম্পেই পাঁচশতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে চশমা দেয়া হয়েছে। এসব যাবতীয় চিকিৎসা সেবা দিয়েছেন খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানাধীন নির্বাচনীয় এলাকার ধানেরশীষ’র প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বিনামুল্যে চিকিৎসা সেবা পেয়ে বেজায় খুশী অর্থাভাবে সুচিকিৎসা বঞ্চিত মানুষেরা। এধরণের মেডিকেল ক্যাম্পে এসে সুশৃঙ্খলভাবে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা চশমা পাওয়া হতদরিদ্র্যরা।
বিনামুল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলু ও  ডা. আবু জাফর মো. সালেহ, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।।

ঊআ-বিএস