UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে হারানো মোবাইল ফিরে পেলেন এ্যাড. মহসিন

usharalo
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুুর থানাধীন এলাকা দিয়ে যাওয়ার সময় মহেশ্বরপাশার বাসিন্দা খুলনা জর্জ কোর্টের আইজীবি মোঃ মহসিন মোল্লা তার ব্যবহৃত স্যামস্যাং গ্যালাক্সী এ টু মোবাইল ফোনটি গত ৮ ফেব্রুয়ারি অসাবধানতা বসত হারিয়ে ফেলেন। যার পরিপ্রেক্ষিতে তিনি গত ১১ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নং-১১-২-২১ইং।
এ ঘটনার আলোকে জিডির তদন্তভার দেওয়া হয় এএসআই মোঃ মহিউদ্দিনের উপর। তিনি এ মোবাইলটি উদ্ধারের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ব্যবহারকারী মানিকতলার বাসিন্দা আশিকুজ্জামানের অবস্থান ও ব্যবহারের স্থান সনাক্ত করেন। মোবাইল ব্যবহারকারী বলেন, তিনি মোবাইলটি রাস্তায় কুঁড়িয়ে পেয়েছিলেন। এ সকল ঘটনার পরিপ্রক্ষিতে মোবাইলটি উদ্ধার করে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর জোনের সিনিয়র পুলিশ কমিশনার বায়েজিদ ইবনে আকবর, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ হাসান আল মামুন, তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ মহিউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাদের সম্মুখে মোবাইলের প্রকৃত মালিক এ্যাড.মহসীন মোল্লার নিকট মোবাইলটি হস্তান্তর করা হয়। এ্যাড. মহসীন বলেন, আমার হারানো মোবাইলটি পুলিশ উদ্ধার করায় আমি দৌলতপুর থানার প্রতি বিশেষ কৃতজ্ঞ। ভিকটিম তার অভিযোগের সুষ্ঠু সমাধান পেলে পুলিশের উপর মানুষের আস্থা আসবে বলে তিনি জানান।