UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে ১৯০পিস ইয়াবাসহ যুবক আটক

ঊষার আলো
জুন ২, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট কাঞ্চন সাহেবের স’মিলের সামনে পাঁকা রাস্তার উপর হতে মঙ্গলবার (১ জুন) রাত ১২টার দিকে নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলিগেট কাঞ্চন সাহেবের স’মিলের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ার বাসিন্দা মোঃ আবুল বাসারের ছেলে মোঃ তানভীর হাসান শুভ (২৫) কে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে নগর গোয়ান্দা পুলিশ। এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলা নং-০৪।

(ঊষার আলো-এমএনএস)