UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

pial
জুলাই ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল এনামুল হক বিজয়, তিনি ১০ বলে ১৬ রান করেন ও সাকিব আল হাসান (১৫ বলে ২৯) এবং নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।

ওপেনার মুনিম শাহরিয়ার মাত্র ২ রানেই আউট হয়ে ফেরেন ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৮ রান। আর দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও ৯ রানের বেশি করতে পারেননি।
এবং অলরাউন্ডার আফিফ হোসেন তো রানের খাতাই খুলতে পারেননি।

কিন্তু দ্বিতীয় ম্যাচে আরো ভালো ব্যাটিংয়ে আশাবাদী হেড কোচ রাসেল ডমিঙ্গো। এদিকে, কোনো বিরতি না দিয়ে একই ভেন্যু উইন্ডসর পার্কে একই সময়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সেই ম্যাচের জন্য একাদশে কোনো পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

(ঊষার আলো-এফএসপি)