UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্য হান্ড্রেডের প্রথম শিরোপা জিতে নিল সাউদার্ন

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গতকাল শনিবার রাতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বার্মিংহামকে ১৬৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় সাউদার্ন।

পল স্টার্লিংয়ের ৬১ ও রস হোয়াইটলির ৪৪ রানের ইনিংসে এ বিশাল সংগ্রহ পায় তারা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রতিপক্ষ বার্মিংহাম। গার্টনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ডেভিড বেডিংহাম ও দলীয় ১৪ রানের সময় প্যাভিলিয়নের পথে হাঁটেন আরেক ওপেনার উইল স্মিড। এরপর মঈন আলি ও লিভিংস্টোন মিলে গড়েন ৫৬ রানের একটি দারুণ জুটি। লিভিংস্টোন রান আউট হয়ে ফেরার পরপরই ৩ রান করে সাঝঘরে ফেরেন মিলস হেমন্ডও।

আর ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন মঈন আলি। শেষ দিকে ক্রিস বেনজামিন অপরাজিত ২৩ এবং বেনি হাওয়েল ২০ রান করলেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ১০০ বলে ১৩৬ রান করে থামলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্মিংহামকে।

(ঊষার আলো-এফএসপি)