UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীর পাড়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ঊষার আলো
এপ্রিল ১৪, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নেত্রকোনার মদনে গলাশ ফাঁস দিয়ে অজয় বিশ্ব শর্মা (১৫) নামে ১ কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার মাহড়া গ্রামের কাঠমিস্ত্রি ঠাকুর ধরের ছেলে। ১৩ এপ্রিল মঙ্গলবার রাতে নিজ গ্রামের দক্ষিণ পাশে ধলাই নদীর পাড়ে বরুণ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অজয় বিশ্ব শর্মা মাদকে আসক্ত ছিল। প্রতিদিনেই গভীর রাত পর্যন্ত বাইরে ঘোরাফেরা করত। আজ বুধবার সকালে আশপাশের লোকজন বাড়ির পেছনের ধলাই নদীর পারে বরুণ গাছে তার লাশ ঝুলতে দেখে পরিবারকে জানায়। পরে লোকজন তার লাশ উদ্ধার করে মদন থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেছেন, অজয় নামের ১ কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।

(ঊষার আলো- এম.এইচ)