UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ৮

ঊষার আলো
জানুয়ারি ৫, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন যাত্রী নিখোঁজ রয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উজ্জামান। তিনি বলেন, ৪০-৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। ধর্মগঞ্জ এলাকায় পৌঁছালে ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৭-৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।