UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে গাঁজাসহ দু’ মাদক ব্যবসায়ী গ্রেফতার

usharalo
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দু’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-সোনাডাঙ্গা নবীনগর জামে মসজিদ সংলগ্ন সোবহান গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী(২৭) ও গোবরচাকা খালাসী মাদ্রাসা সংলগ্ন বাসা নং-১/৩-এর বাসিন্দা মৃতঃ শেখ আমির আলীর ছেলে শেখ শহিদুল ইসলাম(৩৫)। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও রিশাত মোহাম্মদ আব্দুল আজিজ(৪৭) নামের একজনকে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের ও মাদক সেবন কারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।