নগরীতে সাবেক ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ এসএম রফিউদ্দিন আহম্মেদকে কেএমপি’র ডিবি পুলিশ গ্রেফতার করেছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর পূর্ববানিয়াখামার এলাকা থেকে তাকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নাশকতা মামলার অভিযোগে রয়েছে।
কেএমপি’র ডিবির ওসি মো: তৈমুর ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে পুর্ববানিয়া খামারে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে সাবেক কাউন্সিলর রফিউদ্দিন আহম্মেদ কে গ্রেফতার করা হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা মৃত এসএম রোকন উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে খালিশপুর থানায় নাশকতার মামলা নং-১০, তারিখ:৩০/০৮/২৪ এবং আরেক টি মামলা নং ১১, তারিখ: ৩০/০৮/২০২৪। এছাড়া তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুানালে অভিযোগও দায়েরও হয়েছে।
ঊআ-এইচআর