UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ধারালো চাপাতির আঘাতে যুবকের আঙ্গুল বিচ্ছিন্ন, ফাঁকা গুলি

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নগরীর শেরে বাংলারোড নিরালা রাখাল হাজী বাড়ি এলাকায় মুস্তাকিম বিল্লাহ লনী(৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো চাপাতির কোপে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়৷  আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় উক্ত এলাকায় ১০-১২ যুবক তার ওপর হামলা চালায়। আহত লনী ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর কবির খোকনের ছেলে।

কেএমপির এডিসি ( মিডিয়া) মোহাঃ আহসান হাবিব জানান, আরিফ ও মুফিতসহ ৭- ৮ জন সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে লনীর ডান হাতের দুইটা আঙ্গুলের মধ্যে একটি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি চামড়ার সাথে ঝুলে আছে। এছাড়া তার বাম হাতের কব্জিতে কোপ মারে৷ এ সময় লনী চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে স্থান ত্যাগ করে।

ঊআ-বিএস