ঊষার আলো প্রতিবেদক : নগরীর ছোট বয়রা এলাকায় নেওয়াজ মোর্শেদকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় র্যাবের সহায়তায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টায় নিউমার্কেট আশপাশ এলাকায় র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে এই হত্যা মামলার ৫নং এজাহারভুক্ত আসামি ইয়াসিন আরাফাত (২৮) ও তদন্তেপ্রাপ্ত ইনসান শরীফ(২৪) কে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। ইনসান শরীফ সোনাডাঙ্গা খাঁ বাড়ির রাসেল হত্যা মামলার অন্যতম আসামী। আটককৃত ইয়াসিন লবনচরা ঠিকরাবাদ এলাকার লুৎফর রহমানের ছেলে ও ইনসান সোনাডাঙ্গা আবাসিক জামাইপাড়া এলাকার মোশারেফ হোসেনের ছেলে। শনিবার(৮ মে) দুই আসামিকে ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এপর্যন্ত এজাহারভুক্ত ৪ আসামি ও তদন্তেপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোবহান মোল্যা। এরআগে, গত বুধবার এজাহারভুক্ত আটক তিন আসামির মধ্যে নূর ইসলামকে সকাল সাড়ে ১০টায় হাফিজনগর থেকে ও দুই ভাই রানা হোসেন(২৫) ও শফিকুল হোসেন(৩২ কে দুপুর ২টায় সোনাডাঙ্গা ময়লাপোতা নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্য নূর ইসলাম (২৩) হত্যার সঙ্গে জড়িত স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। ওই দিনই অপর আসামী দুই ভাইকে ৫দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোর্পদ করা হয়েছিলো।
জানা গেছে, টাকা পয়সার বিরোধে নগরীর ১নং ছোট বয়রা ক্রস রোডের রুবির দোকানের পাশে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকার শেখ শাহজাহানের পুত্র নেওয়াজের মৃত্যু হয়। মঙ্গলবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৮টায় ১০/১২ জনের এক সন্ত্রাসীরা নেওয়াজ মোর্শেদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে নেওয়াজের ঘাড়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই নিহতের ভাই শামীম পারভেজ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামী করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।
(ঊষার আলো-আরএম)