ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় (১৪ মার্চ) খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া মাদক কারবারী মোঃ পিয়াম শেখ(১৮) খানাজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়ার মোঃ বাবুল শেখের ছেলে। এ সময় মাদক কারবারীর নিকট হতে ২০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।