ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে ও মাদক সেবন করার অপরাধে ০১ (এক) জনসহ সর্বমোট ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হচ্ছেন, লবণচরার ৩১ নং ওয়ার্ড শিপইয়ার্ড এলাকার সৈয়দ সোহাগ হোসেন, লবণচরার রূপসী রূপসা এলাকার মোঃ রাকিব সরদার(৪৪)। তাদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এবং দৌলতপুরের পাবলা ক্রস রোড এলাকার শেখ কামরুল হাসান শান্তকে(৪২) মাদক সেবন করার অপরাধে দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)