ঊষার আলো প্রতিবেদক : খালিশপুর থানার মাদক মামলায় এক মহিলাকে আট বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারি ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো ঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত আসামি হলেন, বড় বয়রা মসজিদ রোডের শেখ শফিকুলের বাড়ির ভাড়াটিয়া সুমন হোসেন মাঝির স্ত্রী মাহফুজা আক্তার ববিতা (২৮ )।
জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুন দুপুরে কেএমপির গোয়েন্দা পুলিশ বয়রা মসজিদ রোডের শফিকুলের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়। এসময় আসামী মাহফুজা আক্তার ববিতাকে ১১০ পিস ইয়াবাসহ আটক করে। এঘটনায় মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং ২৮। একই বছরে নগর ডিবির এস আই কাজী আবুল হাসান ওই মহিলাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন পিপি কে এম ইকবাল হোসেন।