খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার আজ (মঙ্গলবার) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশে ইতোমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন অনুষঙ্গের প্রয়োগ শুরু হয়েছে। এর মাধ্যমে মানুষের জীবন সহজতর হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতসহ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের নাগরিকদেরও স্মার্ট হতে হবে। আমাদের গণমাধ্যমগুলো ও গণমাধ্যমকর্মীরাও স্মার্ট বাংলাদেশ ভাবনার মধ্যে রয়েছেন। গণমাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও সুসংহত হয়। গণমাধ্যমকে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রাখতে হবে। তথ্য প্রযুক্তির অনেক ইতিবাচক দিক রয়েছে। একইসাথে প্রযুক্তির অপব্যবহার বন্ধে কাজ করা প্রয়োজন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি’র সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। সেমিনারে নড়াইল জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা অংশ নেন।