UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন চুক্তিতে রোহিত-কোহলিদের কার বেতন কত

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অর্থের ঝনঝনানি বাড়েনি, তবে সংখ্যা বাড়িয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এবার থাকছে ৩৪ জন ক্রিকেটার। আজ সোমবার এ+, এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করে তালিকা দিয়েছে রোহিতদের বোর্ড। সর্বোচ্চ ৭ কোটি থেকে সর্বনিম্ন এক কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা।

বোর্ডের চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার—অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার চুক্তিতে নেই রবিচন্দ্রন অশ্বিন। গতবারের তালিকার সঙ্গে পার্থক্য এটুকুই।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত, কোহলি ও জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেললেও তাদের এ প্লাস ক্যাটাগরিতে বিবেচনা করা হয়েছে। রিশব পান্ত গতবার বি গ্রেডে থাকলেও এবার এ গ্রেডে উন্নীত হয়েছেন। তালিকায় আছেন—মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি।

শ্রেয়াস আইয়ারের জায়গা হয়েছে গ্রেড বি’তে। সেখানে আরও আছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব। ঈশান কিশান গ্রেড সি’তে জায়গা পেয়েছেন।

নতুন করে চুক্তিতে জায়গা পাওয়া বাকিরা আছেন গ্রেড সি’তে—নিতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, সরফরাজ খান, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা। গত বছর এই ক্যাটাগরিতে থাকা শার্দুল ঠাকুর, কেএস ভারত, আভেশ খান ও জিতেশ শর্মা চুক্তি থেকে বাদ পড়েছেন।

বিসিসিআই চুক্তির তালিকা প্রকাশ করলেও কারা কত বেতন পাবেন তা জানায়নি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগের বারের মতোই আছে চুক্তির অর্থ। অর্থাৎ এবারও এ প্লাস ক্যাটাগরিতে প্রতি মাসে ৭ কোটি, এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ কোটি এবং সি গ্রেডে ১ কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে ফরম্যাট কমলেও রোহিত ও কোহলিরা মাসে ৭ কোটি রুপি বেতন তুলবেন।

ঊষার আলো-এসএ