UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রধানের নাম ঘোষণা হিজবুল্লাহর

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। শেখ নাইম কাসেমকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে হিজবুল্লাহ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীন নিহত হন। অবশেষে হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নিয়েন নাইম কাসেম।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও লেবাননে পাল্টা আক্রমণ শুরু করে।