UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরের এপ্রিলে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

koushikkln
ডিসেম্বর ২৭, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি এগিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি এবং দুই মাস বিরতিতে এইচএসসি পরীক্ষা জুনে শুরুর কথা ভাবা হচ্ছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি নিতে কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতি দেয়া হয়।’

সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ জন্য ৩ ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা।

এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা।

সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।