UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মালিক পাচ্ছে চেলসি

pial
মে ৭, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব চেলসি বিক্রিতে ৫০০ কোটির বেশি ডলারের চুক্তি চূড়ান্ত হয়েছে। চেলসি ফুটবল ক্লাব শুক্রবার (৬ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে। ক্লাবটি কিনতে সম্মত হয়েছেন টোড বোয়েহলি নেতৃত্বাধীন গোষ্ঠী।

এমএলবির লস অ্যাঞ্জেলেস ডজার্স, এনবিএর লস অ্যাঞ্জেলেস লেকার্স ও ডব্লিওএনবিএর লস অ্যাঞ্জেলেস স্পার্কসে মার্কিন ব্যবসায়ী বোয়েহলির মালিকানা রয়েছে।

চেলসি বলেছে, বোয়েহেলি নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ক্লাব বিক্রির সব প্রয়োজনীয় আইনি অনুমোদন প্রক্রিয়া চলতি মাসের শেষের দিকে সম্পন্ন করা হবে।
তবে ক্লাবটির বর্তমান মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। ইউক্রেনে রাশিয়ার অভিযানের জেরে তার ওপর নিষেধাজ্ঞা দেয় ব্রিটিশ সরকার। পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে তার সম্পদও জব্দ করা হয়।

আর রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় জনপ্রিয় এই ফুটবল ক্লাব চেলসিতে অচলাবস্থা তৈরি হয়। কাজে পরে ক্লাবটির ‌‘কল্যাণের জন্য’ মার্চের শুরুতে বিক্রির জন্য উন্মুক্ত করে দেন রোমান আব্রামোভিচ।

সূত্র : সিএনএন

(ঊষার আলো-এফএসপি)